Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

পরিষদ চেয়ারম্যান জনাব দিদারুল হক সিকদার এর সভাপতিত্বে অদ্যকার সভার কার্যক্রম যথারীতি আরম্ভ করা হয়। সভার প্রারম্ভে বিগত সভার কার্যাবলী পাঠ করা হলে সদস্যবৃন্দ দ্বিমত পোষন না করায় বিগত সভার কার্যাবলী সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

 

কোনাখালী ইউনিয়নের ষ্ট্যান্ডিং কমিটি পূর্ণ গঠনঃপ্রস্তাব উত্তাপন করে সভাপতি সাহেব সভাকে জানান যে, বিগত ২৫/০৪/২০১৫ ইং তারিখে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদের মাসিক সভার যে সমস্ত স্ট্যান্ডিং কমিট গঠিত হয়েছিল তা মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে পুণ:গঠন করা প্রয়োজন। তিনি এ সংক্রান্ত প্রাপ্ত পত্রের কপি সদস্যবৃন্দের অবগতির জন্য পাঠ করে শুনান। পত্রের মর্ম অনুসারে কমিটি গঠন সংক্রান্ত বিষয়াদি নিয়ে সদস্যবৃন্দের সাথে মত বিনিময় করেন। সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন।

 সিদ্ধান্ত:সদস্যবৃন্দের মধ্যে ব্যাপক আলাপ আলোচনার পর নিম্নলিখিতভাবে ইউনিয়ন পরিষদের ১০টি ষ্ট্যান্ডিং কমিটি পূণ: গঠন করা হয়। পূন:র্গঠিত কমিটিকে নিয়ে প্রতি দুই মাসের মধ্যে কমপক্ষে একবার হলেও সভা আহবান করার জন্য কমিটির সভাপতিকে অনুরোধ জানিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।