ক) চকরিয়া থেকে গাড়ি যোগে সরাসরি পরিষদ কার্যালয়ে প্রায় ১০ কি.মি রাস্তা।কোনাখালী ইউনিয়ন পরিষদ কাযালয়ে আসার সহজ মাধ্যম হচ্ছে সিএনজি,মাহিন্দ্রা,ম্যাজিক,রিক্সা,মটর বাইক ও সাইকেল ইত্যাদি।যোগাযোগের মাধ্যম সহজ হওয়ায় কোনাখালী ইউনিয়ন এর হাজার হাজার মানুষ পরিষদে এসে স্বাচ্ছন্দ্যবোধ করে।হেটে আসলে যতক্ষন সময় ব্যয় হয় সেটা গাড়িতে করে আসলে খুব তাড়াতাড়ি মানুষ পরিষদে পৌঁছে যেতে পারে।এভাবে মানুষ বিভিন্ন দিক দিয়ে উপকৃত হয়।
খ)আরকান সড়কস্থ বহদ্দারকাটা বাজার হতে রিক্সা যোগে পরিষদ কার্যালয়ে যাওয়া যায়।আবার গাড়িতে করে ও পরিষদে যাওয়া যায়।
গ) পুরুত্যাখালী থেকে পায়ে হেটে পরিষদ কার্যালয়ে যাওয়া যায়।রিক্সা বা গাড়ি নিয়ে ও যাওয়া যায়।
ঘ)বাংলা বাজার হতে রিক্সাযোগে বা সিএনজি যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়া যায়।।
ঙ)জংগলকাটা থেকে রিক্সাযোগে বা পায়ে হেটে ও সরাসরি পরিষদ কার্যালয়ে আসা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS